মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতা বুধবার দেশে ফিরেছেন। গত আগস্টে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসপাতাল চিকিৎসার আবেদন করে তিনি দেশত্যাগ করেছিলেন। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ৭৫ বছর বয়সী এ নেতা সন্ধ্যায় রাজধানী বামাকোতে অবতরণ করেন। গত ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে মালি ত্যাগ করার পর এই প্রথমবার তিনি দেশে ফিরলেন। মালির দীর্ঘদিন ধরে চলা জিহাদি বিদ্রোহ ও দুর্নীতিসহ আরও অনেক বিষয় কেন্দ্র করে সৃষ্ট হতাশার কারণে কাইতার নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর গত ১৮ আগস্ট তার বিপক্ষে তরুণ সামরিক কর্মকর্তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে। তার চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর হাতে কাইতা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দি থাকলেও মাইনর স্ট্রোক করার পর তিনি মুক্তি পান। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।