Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিয়ম-দূর্নীতির অভিযোগে রাঙামাটিতে ত্রাণ কর্মকর্তার কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযান

রাঙমাাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৫:৪৯ পিএম

পাহাড়ে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে রাঙামাটির জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানকে তার নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক) রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের একদল কর্মকর্তা।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় দূদকের সহকারি পরিচালকের নেতৃত্বে ঘন্টাব্যাপী চলে এই অভিযান। এসময় দুদকের পক্ষ থেকে রাঙামাটি জেলার দশ উপজেলায় বাস্তবায়নকৃত/বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ফাইল তলব করা হয়।
দূদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ত্রাণ ও পুনর্বাসন অফিসের অধীনে জেলার ১০টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে। সেসব প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তাই বিষয়টি আমলে নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুকনুজ্জামানের কার্যালয়ে আমরা এই অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা তার সাথে রাঙামাটিতে চলমান উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন হওয়া এবং বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে জানতে চেয়েছি। এসমস্ত প্রকল্প ও বরাদ্ধের ফাইলগুলো তার অনুমতিক্রমে তার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি। এসময় ফাইলগুলো যাচাই-বাছাই করার পাশাপাশি সংশ্লিষ্ট্য উপজেলাগুলোতে সরেজমিনে গিয়ে তদন্ত করবে দূদক। এরপর বিষয়টি লিখিত আকারে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হলে সেখান থেকে প্রাপ্ত নির্দেশনানুসারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির একজন সহকারী পরিচালক।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ