Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলারোয়ায় নৃশংস হত্যাকান্ডে আরো তিনজন গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৯:৫০ এএম

সাতক্ষীরার কলারোয়ায় একই প‌রিবা‌রের চারজন‌কে গলা ‌কে‌টে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা সিআইডির বি‌শেষ এসপি আনিচুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত শাহিনুরের প্রতিবেশী কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক(২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক(৩৫) ও শাহিনুরের হ্যাচারীর কর্মচারী আসাদুল ইসলাম (২৭)।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে রিমান্ডের আবেদন করবেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করা হয়।

ওই হত্যাকা‌ন্ডের ঘটনায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর মধ্যে রায়হানুল পাচ দিনের রিমান্ডে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ