Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাসপাতালে বসে গল্প শুনবেন সৌমিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১১:৪০ এএম

মহামারি করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় বেশ ভালো সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রোববার পা ঝুলিয়ে বসেছিলেন। বর্তমানে জোরদার ফিজিওথেরাপি চলছে তার।

হাসপাতালের চিকিৎসকরা আশাবাদী যে, আগামী কয়েক দিনের মধ্যে কিছুতে ভর করে হাঁটানোর জন্য চেষ্টা করা হবে এ প্রবীণ শিল্পীকে।

অভিনেতাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য, মন ভালো রাখার মতো কিছু গল্প পড়ে শোনানোর পরিকল্পনা করছেন চিকিৎসকরা। এ জন্য তার মেয়ে পৌলমী বসুর সাহায্য নেয়া হবে। এর আগে সৌমিত্র পরিস্থিতি ভালোর দিকে আসার পর হাসপাতালের কেবিনে শুয়ে পছন্দের গান শুনেছেন। চোখ মেলে তাকিয়েছেন এবং মাঝে মাঝে কথা বলার জন্যও চেষ্টা করেছেন।

হাসপাতাল সূত্রের খবর, নির্দিষ্ট কিছু পরিকল্পনার ওপর চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ অভিনেতা। নতুন করে কোনো জটিলতা বা জ্বরের দেখা নেই। অক্সিজেনও কার্যত লাগছে না। এছাড়াও চিকিৎসকরা মনে করছেন, উচ্চ মাত্রায় স্টেরয়েড প্রয়োগও কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, ১২ দিন আগে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। করোনামুক্ত হলেও সংক্রমণের অভিঘাত ও আনুষঙ্গিক কিছু সমস্যা কাটিয়ে তোলার জন্য এখনও চিকিৎসা চলছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্রের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ