Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রক্তক্ষরণ হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:৪৮ পিএম | আপডেট : ১২:৫৬ পিএম, ২ নভেম্বর, ২০২০

কলকাতার কীংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আশঙ্কাজনক পর্যায়ে দাঁড়িয়েছে। গতকাল রোববার রাত থেকে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতের একাধিক গণমাধ্যম বলছে, রক্তক্ষরণের পাশাপাশি এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। এটি চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে।

চিকিৎসক অরিন্দম কর রোববার রাত ৯টার বুলেটিনে জানান, ‘কিংবদন্তি এই অভিনেতার আভ্যন্তরীণ রক্তক্ষরণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও লাগাতার কমছে। চার ইউনিট মতো রক্ত দিতে হতে পারে। এই মুহূর্ত পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নয়।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌমিত্র চট্টোপাধ্যায়ের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ