Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৯:৪৪ এএম

আবারও হঠাৎ করেই ভারতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে দাঁড়িয়েছে। গত আটচল্লিশ ঘন্টায় তাঁর অবস্থার অনেক অবনতি হয়েছে।

তার অবস্থা এতটাই খারাপ যে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিক সম্মেলনে এসে চিকিৎিসক দলের প্রধান ডাঃ অরিন্দম কর বললেন, তাঁরাও আশা প্রায় ছেড়েই দিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এর হার্ট, লাংস, কিডনি যথাযথ কাজ করছে না। অক্সিজেন এর পরিমাণও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি অতি সঙ্কটজনক।

ডাঃ কর বলেন, চিকিৎসকরা সবরকম চেষ্টা করছেন, কিন্তু দেখে মনে হচ্ছে চিকিৎসকদের চেষ্টাও যথেষ্ট নয়। তিনি বলেন, আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও সঙ্কটজনক হতে পারে। তিনি সবাইকে অনুরোধ করেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্যে প্রার্থনা করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ