Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে রায়হান পরিবারের সংবাদ সম্মেলন

বিচার বিভাগীয় তদন্তের দাবী, গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১:৪৫ পিএম

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার বন্দও বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান উদ্দিন হত্যাকান্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে তার মা ছালমা বেগম। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর আখালিয়াস্থ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সিলেটের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছি। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত এস আই আকবর সহ জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের হুশিয়ারিও এসময় জানান নিহত রায়হানের মা। যদি নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে এবং এর দ্বায়ভ ার সিলেট মেট্রোপলিটন পুলিশকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পুরো ঘটনার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রদান করতে হবে। একই সাথে এস আই আকবরকে গ্রেপ্তার করতে পুলিশের আইজিপির নির্দেশ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়হান হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ