Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে রোহিঙ্গাদের তহবিলে : ইউএনএইচসিআর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৫:১৩ পিএম

রোহিঙ্গাদের জন্য ব্যয়িত প্রয়োজনীয় যে তহবিল, সেই তহবিলে প্রায় অর্ধ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ বছর ১ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন হবে। কিন্তু এর অর্ধেকেরও কম অর্থ উত্তোলিত হয়েছে। -আল জাজিরা, ইউএননিউজ, রেডিও ফ্রি এশিয়া

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এজন্য তারা আগামী সপ্তাহে বড় ধরণের দাতা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে। আগামী ২২ অক্টোবর হবে এই অনলাইন অনুষ্ঠান। এর ফলে তহবিল ঘটতি কমে আসবে বলে মনে করে ইউএনএইচসিআর। শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, রোহিঙ্গা জনগনের সঙ্গে একাত্বতা প্রকাশের পদ্ধতি হলো তাদের জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করা। নকলের মতো শরণার্থীদেরও সম্মানের সঙ্গে জীবন যাপনের অধিকার রয়েছে। তারাও একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যত গড়ার অধিকার সংরক্ষণ করে।’

কক্সবাজারে বর্তমানে ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি। এর আইরেও মালেয়শিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে দেড় লাখের মতো রোহিঙ্গা আছেন। আর মিয়ানমারে আছেন ৬ লাখ। এদের বড় অংশকেই শরণার্থীশিবিরে বাস করতে হয়। অর্থাৎ পুরো জাতিগোষ্ঠীর অধিকাংশকেই বাংলাদেশ আশ্রয় দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ