Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বারে দ্বারে ভোট প্রার্থনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনের শেষ দিনের প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছে যুবলীগ। গতকাল নৌকার পক্ষে ভোট চেয়ে ৬৩ নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ী করতে ভোটারদের ঘরে ঘরে গিয়েই ভোট প্রার্থনা করছে দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনে ১৪টি ওয়ার্ডে পৃথক পৃথক টিম করে নির্বাচনী প্রচারণায় চালিয়ে যাচ্ছেন তারা।

৬৩ নং ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয়ের মতবিনিময় সভা শেষে কাজলা নতুন রাস্তা, উত্তর পাড়া হালট পাড়, ঈদগাহ হয়ে কাজলার পাড় হাই স্কুল রোড, বরফ গলি, সৃজন বিদ্যাপিঠ, কাজলা নয়া নগর হয়ে চাঁন মিয়া রোডে গিয়ে গণসংযোগ শেষ হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ১৭ তারিখ আওয়ামী লীগকে নৌকাকে ভোট দিতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছে যুবলীগ নেতাকর্মীরা।

তিনি বলেন,] কেন্দ্র ভিত্তিক টিম গঠন করে নির্বাচনী প্রচারণায় কাজ করছে দক্ষিণ যুবলীগ ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে অনুনয়-বিনয় করে ভোট চাচ্ছি। আশা করি আমরা নৌকার পক্ষে শত ভাগ সফল হবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৩ নং ওয়ার্ডে যুবলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু, ঢাকা দক্ষিণ যুবলীগের উপ মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালায়, যুবলীগ নেতা খোরশেদ আলম, মজুমদার,কেরামত আলী পান্না, কাওসার হক, শফিকুল ইসলাম জুয়েল, মোঃ আনোয়ার হোসেন, ৬৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মানিউর রহমান মিশু, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, এম আই খান বকুল, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, হাজী মোতসলিম, হাবিব রাব্বিসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ-নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ