Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগৈলঝারায় কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার-২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৭:৪৫ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতা ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ও তার মাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা শেষে দুপুরে জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, একাদশ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক পাকুরিতা গ্রামের হরেন জয়ধরের পুত্র শুকদেব জয়ধর (২৫) ও এজাহারভুক্ত আসামি শুকদেবের মা গৌরী জয়ধরকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান সাংবাদিকদের জানান, নির্যাতিতা দরিদ্র পরিবারের ওই ছাত্রীর বিধবা মা গত ১২অক্টোবর তার বাবার বাড়িতে বেড়াতে যান। ওইদিন দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে সারাদিতে দরজা খোলা মাত্রই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা পাশের বাড়ির বখাটে শুকদেব জয়ধর জোরপূর্বক ছাত্রীটিকে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক শুকদেব পালিয়ে যায়।
বিষয়টি ধর্ষক শুকদেবের বাবা ও মায়ের কাছে জানালে তারা কোন বিচার না করায় তাদেরকেও মামলায় আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ