বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলামকে প্রধান করে গঠন করা হয় এ মেডিকেল বোর্ড। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন- প্রভাষক ডা. দেবেস পোদ্দার ও প্রভাষক ডা. আবদুল্লাহ আল হেলাল।
এর আগে বৃহস্পতিবার সকালে নিহত রায়হানের প্রথম ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে হস্তান্তর করে এসএমপি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১ পর্যন্ত এই দেড় ঘণ্টায় পিবিআই পুলিশের একটি দল আখালিয়াস্থ এলাকার নবাবি মসজিদের পঞ্চায়েতের গোরস্তান থেকে উত্তোলন করে রায়হানের লাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।