বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় দিঘির পানিতে ডুবে সুজন আলী প্রাং (২৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সুজন আলী পুঠিয়া পৌরসভার কাজিপাড়া মহল্লার শরিফ উদ্দিন প্রাং এর ছেলে। বৃহস্পতিবার সকাল সাতটার সময় পুঠিয়া রাজবাড়ি বাজারের শ্যামসাগর নামক দিঘি থেকে তাঁর মৃতদেহ পুঠিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। মৃত সুজনের বাবা শরিফ উদ্দিন জানান, সুজনের মাছ ধরার শখ ছিলো কিন্তু সে সাঁতার জানতো না। মাঝে মধ্যে সকালে পুঠিয়া বাজারের দিঘির ধার থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতো। এ কারণ হয়তো সে দিঘির পানিতে নামতে পারে। সুজন বুদ্ধি প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও পুঠিয়া সদরের মাছের আড়তে কাজ করতো। গতকাল বুধবার ভোরে মাছের আড়তে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর সারাদিন সে বাড়ি না ফেরায় তাকে অনেক খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী সুজনের মৃতদেহ দিঘির পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশের তার লাশ উদ্ধার করে। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, সুজনের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তাই তার লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।