Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় শিশু আসিফ হত্যাকান্ড, গ্রেফতার ৭

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ২:১৯ পিএম

ঢাকার আশুলিয়ার কলতাসূতি এলাকায় সাত বছরের শিশু আসিফ খান হত্যাকান্ডের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

হত্যাকান্ডের ঘটনায় নিহত শিশুর বাবা জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- রফিকুল ইসলাম, সুজন, কামাল, আকবর, রমজান আলী, আব্দুর রহিম ও মজনু।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে ৭ জনের নাম এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত; নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের প‚র্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনির পাশ থেকে শিশু আসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ