মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিহারে ধর্ষণের পর পাঁচ বছরের সন্তানসহ এক নারীকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। তবে ওই নারী প্রাণে বাঁচলেও তার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। রোববার বিহারের বক্সার জেলায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার পাঁচ বছরের সন্তানকে নিয়ে একটি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। সে সময় কয়েক জন যুবক তাকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর সবাই মিলে ধর্ষণ করে। পরে ওই নারী অচেতন হয়ে পড়লে সন্তানসহ তাকে দড়ি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ার পরই প্রাণ বাঁচানোর তাগিদে চেঁচামেচি শুরু করে দেন ওই নারী। চিৎকার শুনে ওই এলাকার মানুষ ছুটে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী স্বামীর অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।