Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা-আটক ১

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ২:৪৬ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে বন বিভাগের গোমনাতী বিটের বাগান মালী মো: হানিফকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করেছে। হানিফ উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানা যায়, বন বিভাগের গোমনাতী বিটের কর্মরত বাগান মালী হানিফ বিট অফিস সংলগ্ন এলাকার এক স্কুল ছাত্রীকে প্রায় অনৈতিক প্রস্তাব দিতেন। শনিবার (১০অক্টোবর) দুপুরে ওই স্কুল ছাত্রীর বাড়ীতে যায় হানিফ। ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় ছাত্রীটি চিৎকার করলে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার ও হানিফকে আটক করে। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোমনাতী বিট অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ধর্ষনের চেষ্টা কালে হানিফ নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। গ্রেফতারকৃত হানিফকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ