Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদ অব্যাহত

প্ল্যাকার্ড, কার্টুন ও ছবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

গত কয়েকদিন ধরে দেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় গতকালও দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। এছাড়া গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, শাহবাগসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

বিশেষ করে বিকেলে শাহবাগ এলাকায় কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ এ প্রদর্শনীর আয়োজন করে। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে ধর্ষককে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।

শামীমা নামে এক আন্দোলনকারী বলেন, আমি আজ এখানে এসেছি, জানি না বাসায় ফেরার পথে কোনো সমস্যায় পড়তে হবে কি না। হায়েনার দল এখন সর্বত্র বিরাজমান। আমরা একটি বা দুটি ঘটনা নয়, সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। আসাদুল হক নামে আরেক আন্দোলনকারী বলেন, এমন একটা দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। বার বার শাসক গোষ্ঠীর হাতে ধর্ষণ হতে হয় আমাদের মা-বোনদের। আমরা আজও স্বপ্ন দেখি এমন একটি রাষ্ট্রের যেখানে নারী-পুরুষ সমানভাবে ঘুরবে, কেউ কাউকে নির্যাতন করবে না। আর সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিব বলেন, আমাদের মা-বোনেরা কেউ কোথাও নিরাপদে নেই। সর্বত্রই ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধ করতে উৎসাহ দেয়। যতদিন ধর্ষকদের বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবাদের অংশ হিসেবে আগামী ১৬ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে লংমার্চ করব আমরা।

মতিঝিল শাপলা চত্ত্বরে ধর্ষণবিরোধী বিক্ষোভ:
একই দাবিতে গতকাল মতিঝিল শাপলা চত্ত¡র এলাকায় মতিঝিল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ওই দিন দুপুর দেড়টার দিকে দুই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী রাস্তায় নামেন এবং ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। শক্ষার্থীরা বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মতিঝিল-দৈনিক বাংলা ও মতিঝিল-ইত্তেফাক মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, রাজধানীর মালিবাগ, মেরুল বাড্ডা, জাতীয় প্রেসক্লাব, মিরপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজশাহী : সকালে সাহেববাজার জিরো পয়েন্টে ধর্ষণবিরোধী নেটওয়ার্ক এর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানায় ধর্ষণবিরোধী নেটওয়ার্কের সদস্যরা। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদী সাইকেল র‌্যালি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

নরসিংদী : নরসিংদী প্রেসক্লাবের সামনে গতকাল সকালে মানববন্ধন করেছে নরসিংদী জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। মানববন্ধন শেষে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের াবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।

মাগুরা : প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা গণকমিটি মাগুরা । সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী
মৌলভীবাজার : নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পতাকা মিছিলে ১২টি সামাজিক সংগঠন অংশ নেয়।

চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দরে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরিরবন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সএসোসিয়েশন (সিডিইএ) এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরেও রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কে গিয়ে শেষ হয়

সোনাগাজী (ফেনী) : ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন সোনাগাজী শাখার উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুফতি আহান উল্ল্যাহ কাসেমির সভাপতিত্বে বক্তব্য রাখেন , মাওলানা নুরুল করিম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। সোনারগাঁ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা এলাকার বাসিন্দা ধর্ষক আসিফ ইকবালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ