পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫ ধর্ষণ এবং ২০৪ নারী ধর্ষণের অপচেষ্টার শিকার হয়েছেন। ধর্ষণের পর মৃত্যু হয় আরো ৪৩ জনের। এছাড়াও ধর্ষিত হয়ে আত্মহত্যা করেন ১২ নারী। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
দেশের ধর্ষণের বিরুদ্ধে সারাদেশব্যাপী আন্দোলনের মধ্যেই সংস্থাটি এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৮৬২ জন একক, ২০৮ জন সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও ৫ জন কীভাবে কী কারণে ধর্ষিত হয়েছেন তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৮ বছরের কম বয়সী ৬৭ জন, ৭ থেকে ১২ বছর বয়সী ১৪০ জন, ১৩-১৮ বছর বয়সে ১৪০ জন, ১৮-২৪ বছর বয়সী ১৬ জন ধর্ষিত হন। অবশিষ্ট ৩৬৫ জনের বয়স জানা যায়নি।
গণধর্ষণের শিকার নারীদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী ৬ জন, ১৩-১৮ বছর বয়সী ৫২ জন, ৯ থেকে ২৪ বছর বয়সী ২২ জন, ২৫ থেকে ৩০ বছর বয়সী ৭ জন এবং ৩০ বছরের বেশি বয়সী ৭জন গণধর্ষণের শিকার হয়েছেন।
গণধর্ষণের শিকার ১১৪ জনের সঠিক বয়সের হিসাব পাওয়া যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।