রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে শুক্রবার রাত ১টায় সরিফা (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার বাদ জুমা উপজেলার বেলগারিয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী দু’সন্তানের জননী সরিফার সাথে তার স্বামীর ঝগড়া হয়। এ ঘটনায় সরিফাকে তার স্বামী মারপিটও করে। স্বামী-স্ত্রীর মাঝে সৃষ্ট মনোমালিন্য দূর করা জন্য আব্দুল খালেক তার মেয়ে রাজিয়া ও জামাই আনোয়ারকে ডেকে পাঠান। গত শুক্রবার সন্ধ্যায় মেয়ে ও জামাই শ্বশুর বাড়ি আসে এবং রাত ১১টা পর্যন্ত গল্পগুজব করে সকালে ঘুমোতে যায়। গ্রামের একটি খাস পুকুর সংক্রান্ত মামলার আসামি হওয়ায় আব্দুল খালেক পুলিশের ভয়ে রাতে আত্মগোপন করে থাকে। তাই সরিফা তার শাশুড়ি মাজেদার সাথে থাকে। রাত ১টার দিকে সরিফাকে বিছানায় না দেখতে পেয়ে খুঁজে না পেয়ে হৈ চৈ করে। এ সময় টর্চ লাইটের আলোয় বাড়ির দক্ষিণ পাশের একটি আম সরু গাছে সরিফার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সরিফার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।