Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকি দিলে পরমাণু অস্ত্রে জবাব দেয়া হবে : কিম

একজনও আক্রান্ত হয়নি করোনায় নতুন : আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন উ.কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাবি করেছেন, তার দেশে এক জনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। শনিবার সামরিক মহড়ায় দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন। উন বলেছেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘এক জন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, করোনায় আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টাইন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার একটি নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ২২ চাকার লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয়। এ যাবতকালের মধ্যে উত্তর এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি। ২০১৮ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোনো সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল। শনিবার একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়াকে হুমকি দেয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। অবশ্য তিনি সরাসরি আমেরিকাকে আক্রমণ করে কথা বলেননি। দেশরক্ষার স্বার্থে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করেছে জানিয়ে কিম জং-উন বলেন, বিশেষ কোনো দেশকে টার্গেট করে আগাম হামলা চালানোর কোনো ইচ্ছে উত্তর কোরিয়ার নেই। করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান যুদ্ধর প্রশংসা করেন কিম। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত এক ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করেন কিম জং-উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিটিভির ফুটেজে দেখা গেছে, সশস্ত্র সেনা ও সমরযান নিয়ে পিয়ংইয়ংয়ের সড়ক হয়ে কিম ইল-সাং চত্বরে সমবেত হতে দেখা গেছে উত্তর কোরিয়ার সেনাদের। তাদের অভিবাদন জানাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো দর্শনার্থীর মুখে মাস্ক দেখা যায়নি। তবে স্কয়ারে অন্যান্য বছরের তুলনায় কম দর্শনার্থী দেখা গেছে। সেনা কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি। পিয়ংইয়ংয়ে অবস্থানরত বিদেশী ক‚টনীতিকদের প্রায়ই সেখানে আমন্ত্রণ করা হয়। তবে রাশিয়ার দ‚তাবাস এক ফেসবুক পোস্টে জানায়, এবার সব দ‚তাবাস কর্মীদের পিয়ংইয়ংয়ের রাস্তায় বের হতে নিষেধ করে চিঠি পাঠানো হয়েছে। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কভিড-১৯-এ আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। চীনে গত ডিসেম্বরে কভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বরাবরই দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় কেউই এতে আক্রান্ত হয়নি। রয়টার্স, এএফপি, বিবিসি।

 



 

Show all comments
  • মহীয়সী বিন্তুন ১২ অক্টোবর, ২০২০, ৪:০৬ এএম says : 0
    কিমকে না ক্ষেপানোয় ভালো। কখন কি করে ফেলে বলা যায় না।
    Total Reply(0) Reply
  • জীবনের গল্পটা অসাধারন ১২ অক্টোবর, ২০২০, ৪:০৭ এএম says : 0
    এরাই পৃথিবীর জন্য হুমকি।
    Total Reply(0) Reply
  • নিশা চর ১২ অক্টোবর, ২০২০, ৪:০৭ এএম says : 0
    এসব অস্ত্রই যত অশান্তির মুল।
    Total Reply(0) Reply
  • Abdus Samad Rony ১২ অক্টোবর, ২০২০, ৯:৩৩ এএম says : 0
    করোনা ইস্যুতে উত্তর কোরিয়া সফল
    Total Reply(0) Reply
  • তানিয়া ১২ অক্টোবর, ২০২০, ৯:৪০ এএম says : 0
    আমাদেরও ক্ষেপণাস্ত্র তৈরি করা উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ