মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাবি করেছেন, তার দেশে এক জনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। শনিবার সামরিক মহড়ায় দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন। উন বলেছেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘এক জন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, করোনায় আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টাইন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার একটি নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ২২ চাকার লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয়। এ যাবতকালের মধ্যে উত্তর এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি। ২০১৮ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোনো সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল। শনিবার একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়াকে হুমকি দেয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। অবশ্য তিনি সরাসরি আমেরিকাকে আক্রমণ করে কথা বলেননি। দেশরক্ষার স্বার্থে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করেছে জানিয়ে কিম জং-উন বলেন, বিশেষ কোনো দেশকে টার্গেট করে আগাম হামলা চালানোর কোনো ইচ্ছে উত্তর কোরিয়ার নেই। করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান যুদ্ধর প্রশংসা করেন কিম। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত এক ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করেন কিম জং-উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিটিভির ফুটেজে দেখা গেছে, সশস্ত্র সেনা ও সমরযান নিয়ে পিয়ংইয়ংয়ের সড়ক হয়ে কিম ইল-সাং চত্বরে সমবেত হতে দেখা গেছে উত্তর কোরিয়ার সেনাদের। তাদের অভিবাদন জানাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো দর্শনার্থীর মুখে মাস্ক দেখা যায়নি। তবে স্কয়ারে অন্যান্য বছরের তুলনায় কম দর্শনার্থী দেখা গেছে। সেনা কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি। পিয়ংইয়ংয়ে অবস্থানরত বিদেশী ক‚টনীতিকদের প্রায়ই সেখানে আমন্ত্রণ করা হয়। তবে রাশিয়ার দ‚তাবাস এক ফেসবুক পোস্টে জানায়, এবার সব দ‚তাবাস কর্মীদের পিয়ংইয়ংয়ের রাস্তায় বের হতে নিষেধ করে চিঠি পাঠানো হয়েছে। কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কভিড-১৯-এ আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। চীনে গত ডিসেম্বরে কভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বরাবরই দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় কেউই এতে আক্রান্ত হয়নি। রয়টার্স, এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।