মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে সহযোগিতা করছে রাশিয়া। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
শীতল যুদ্ধের পর হতে এমন সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। এটি ভূমিতে রাডার ও মহাকাশ স্যাটেলাইট ব্যবস্থার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা দ্রুত শনাক্ত করতে এই সতর্কীকরণ ব্যবস্থা প্রয়োজনীয়।
পুতিন জানান, এমন সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে চীনকে সহযোগিতা করছে রাশিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ফলে চীনের প্রতিরক্ষা সামর্থ্য রাতারাতি বৃদ্ধি পাবে।
রুশ প্রেসিডেন্টের এই মন্তব্য সাবেক কমিউনিস্ট প্রতিদ্বন্ধী দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের উন্নয়নের ইঙ্গিত। গত কয়েক বছরে উভয় দেশ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।