Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্থিক কেলেংকারী দায়ে খুলনায় ট্রাস্ট ব্যাংকের সহ-ব্যবস্থাপক আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৫:২২ পিএম

ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুদক। আজ রোববার বেলা সাড়ে ৩টায় নগরীর নূরনগরস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক মো: নাজমুল হাসান জানান, ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা মাহমুদ গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত শুরু করে দুদক। মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তাকে আটক করা হয়। মামলায় আরেক আসামী মুন্সীগঞ্জ শাখা ব্যবস্থাপক পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, মামলা হওয়ার পর মোস্তফা মাহমুদ বরখাস্থ হওয়ার পর থেকে পলাতক ছিলেন। তাকে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ