Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থামছে না প্রতিবাদ

দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

অপরদিকে, গতকাল বিকেলে ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাসান আল মামুনসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। বিকাল ৪টায় মঞ্চের একদল নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ করে দেয়। তিন ঘন্টা পর তারা সড়ক ছাড়লে গাড়ি চলাচল পুনরায় শুরু হলেও শেরাটন মোড়, বাংলামটর, পরীবাগ, হাতিরপুল এলাকায় ব্যাপক যানজটের দেখা যায়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন। এক পর্যায়ে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় চারপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যায়। পরে সন্ধ্যা ৭টায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। পরবর্তীকালে আর কোনো কর্মসূচি রয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি গ্রহণ করা হলে জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী ব্যুরো জানায়, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে শিক্ষানগরী রাজশাহীতে গতকালও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে নারী মুক্তি সংসদ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছে। রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু। সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের জেলা শাখার সভাপতি তসলিমা খাতুন। তারা দেশজুড়ে ধর্ষণের ভয়াবহ চিত্র তুলে ধরেন। এছাড়াও নারী ও শিশু অধিকার ফোরাম সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেছে। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা, ধর্ষণ ঘটনা বন্ধে ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। গতকাল সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।

মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, গাংনীতে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেফতারের দাবি ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা ও নারীর প্রতি সহিংসতা রোধে গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টার সময় বিক্ষোভ সমাবেশ শেষে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, নারী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার আইন প্রনয়ণের দাবিতে পটুয়াখালীতে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন, শ্রেণি ও পেশার মানুষ। সকাল সাড়ে ৯টায় পৌরসভা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর শিক্ষার্থীরা। সকাল ১০টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ। সকাল সাড়ে ১০টায় একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যেগে প্রতিবাদ র‌্যালি ও দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। একতা ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, লেখক কলামিস্ট গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। দীর্ঘ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, গণজাগরণ সাংস্কৃতিক সংস্থা, মানবতার পরিচয়, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশন, অবদান মানব কল্যাণ পরিষদ, ছোনাব শান্তি মিশন ও সমাজ কর্ম পরিবার, মাহনা আদর্শ সেবা, সুন্দর জীবন ক্লাব, যুব শক্তি বøাড ফাউন্ডেশনসহ প্রায় ১৪টি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা সমর্থন করে তার সাথে সংযুক্ত করতে নয়া ৩ ফর্মূলা দিয়েছেন তিনি। গতকাল শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ ফর্মূলা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা এবং এ ঘটনা সমূহে যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার পূর্বক যথাযথ বিচারের জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৩টি বিষয় সংযুক্ত করতে হবে। প্রথমত- ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনতেই হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত কেউ ইচ্ছাকৃতভাবে বিচার কার্যে দীর্ঘ সময়ক্ষেপণ যাতে করতে না পারে- আইনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তাও উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত- এ আইনের অপব্যবহারে কেউ যেন হয়রানির শিকার না হয়- সে বিষয়টিও উল্লেখ থাকতে হবে।

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শনিবার স্টুডেন্ট কমিউনিটি ফর জাস্টিস এর ব্যানারে স্থানীয় শহিদ মিনার চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের নির্বাহী সদস্য হৃদয় হালদার, কাজী হিযবুল্লাহ, অনুপ হালদার, আসিফ খান।

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, রাজশাহী গোদাগাড়ী উপজেলা কাঁকন হাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে কাঁকন হাট বাসস্ট্যান্ড কাকন হাট বাজারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি ও রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর যৌথ উদ্দোগে কর্মসূচিটি পালিত হয়। মানববন্ধনে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ সে মানববন্ধনে সংহতি জানান ও উপস্থিত ছিলেন।

হাটজাজারী (চট্টগ্রাম) : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ। গতকাল বিকেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু। প্রধান আলোচক ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজ গতকাল সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। প্রতিষ্ঠানের সম্মুখ সড়কে ঘণ্টা ব্যাপি মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে দেশব্যাপী চলমান শিশু, নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবশে ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ্রআমাদরে শ্রীপুরগ্ধ এ ব্যানারে এসআরটি শ্রীপুর, বাংলাদশে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ ও সচেতন ছাত্রসমাজ দেশব্যাপি চলমান ধর্ষণবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিভিন্ন প্লের্কাড হাতে ধর্ষণবিরোধী প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলার গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর রেলস্টশেনে এক প্রতিবাদ সমাবেশ করে।



 

Show all comments
  • Taohidul Islam ১১ অক্টোবর, ২০২০, ২:০১ এএম says : 0
    প্রতিবাদের ধরণটা বিণোদন মাধ্যমে রুপ নিল।নির্যাতিতাকে উপহাস করা হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Rasel Uddin ১১ অক্টোবর, ২০২০, ২:০৫ এএম says : 0
    একজন মানুষ কখনো অপরাধী হয়ে জন্মগ্রহন করে না।আমাদের সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশের কারনে মানুষ অপরাধ প্রবণ হয়ে ওঠে। এই কারনে যখন কোনো শিশু বড়ো হতে শুরু করবে তখন থেকেই তাকে পরিবার থেকে আদব,উত্তম চরিত্র গঠন, সুস্থ বিনোদনের জন্য আমাদের দেশীয় সংস্কৃতি মাধ্যমে বড়ো করতে হবে এবং সর্বপরি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এজন্য পরিবার কে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । কিন্তু আমারা ছোট বড়ো সকলেই ভারতীয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের অশ্লীল বিভিন্ন অনুষ্ঠানে দ্বারা আমাদের দেশের যুবকদের মধ্যে নৈতিকতা, আর্দশ্য দিনকে দিন নষ্ট হয়ে গেছে যার মারাত্মক প্রভাব পড়ছে পরিবার ও সমাজের উপর। তাই এই সব ভারতীয় চ্যানেল গুলো বাংলাদেশে বন্ধ করা উচিত।এছাড়া নারি ও শিশু নির্যাতনের জন্য শরিয়তের আইন প্রয়োগ করার মাধ্যমে অপরাধির সাজা দিতে হবে এবং অপরাধি যেই হোকনা কেন তার সাজা দিতে হবে যেন টাকা এবং বিভিন্ন দলিয়ো পরিচয় ব্যবহার করে অপরাধী যেন ছাড় না পায়।
    Total Reply(0) Reply
  • Md Shaheen Sardar ১১ অক্টোবর, ২০২০, ২:০৬ এএম says : 0
    আইনের ফাঁক গলে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেষ পযন্ত অনেকে পার পেয়ে যাবে। এখানে টাকা (ঘুষ) একটি পরোক্ষ সহায়তা হিসাবে কাজ করবে।
    Total Reply(0) Reply
  • Jashim Uddin ১১ অক্টোবর, ২০২০, ২:০৬ এএম says : 0
    যেহেতু নোয়াখালীর গঠনা দেশে ছেড়ে বিদেশেও আলোচিত, তাই হয়তো সরকার এইদরনের দু, চারটা গঠানার কঠিন শান্তি দিয়ে আইওয়াশ করবে। বাকি থেকে হাজারো গঠনা, যা নোয়াখালীর গঠনা থেকেও ভয়ংকর।
    Total Reply(0) Reply
  • Shihab Ali ১১ অক্টোবর, ২০২০, ২:০৬ এএম says : 0
    যারা একেবারে ওপেন জনগণের অথবা, মিডিয়ার সামনে ধরা পড়বে, তাদের বিচার হতে পারে । বাকি টা আশা করা ভুল । কারন এধরণের অপরাধ গুলো কে দল যেকোনো ভাবে ঢেকে রাখা, বা দলিও নেতা কর্মিদের বাঁচানোর চেষ্টা করবে। এটা সবাই জানে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ