মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একগুচ্ছ নেতা ও মন্ত্রীর আচমকা দিল্লি সফর, সেখানেই থাকা। আর মুখ্যমন্ত্রীকে জমতে থাকা বিদ্রোহ কি ত্রিপুরার রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত ? এমনই প্রশ্ন ঘুরছে সুদূর উত্তর পূর্ব ভারতের ছোট্ট বাংলা ও ককবরক ভাষা প্রধান রাজ্য ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে রাজ্য বিজেপি নেতৃত্বে উড়ে গিয়ে জুড়ে বসেছেন দিল্লিতে। অভিযোগ, সরকার চালাতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একনায়ক ভূমিকায় দল বিপাকে পড়ছে।আগরতলা থেকে প্রকাশিত সব সংবাদপত্রের প্রতিবেদন এমনই। এতে উঠে এসেছে বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিজেপির অন্তত ১৫ জন বিদ্রোহী বিধায়কের দিল্লি চলে যাওয়ার ঘটনা। গত চব্বিশ ঘণ্টার বেশি তারা রাজ্য ছাড়া। সূত্রের খবর শুক্রবারই দিল্লিতে বিজেপি কার্যালয়ে ত্রিপুরার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। থাকছেন গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দায়িত্বে থাকা সুনীল দেওধর ও শীর্ষ নেতৃত্ব। এদিকে শুক্রবারই আগরতলা থেকে আরও কিছু বিজেপি বিক্ষুব্ধ বিধায়ক দিল্লি যাচ্ছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে রাশি রাশি ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় বিধায়করা। কোলকাতা২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।