Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে আবারও চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৪:৪৭ পিএম

গফরগাঁওয়ে আবারও চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮অক্টোবর) রাতে উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনে এ ঘটনা নিহত। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। মশাখালী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলপুলিশ ও এলাকাবাসীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে মশাখালী স্টেশনের দুইশ গজ দক্ষিণে স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের দুই টুকরা হওয়া লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ । লাশের শরীরে কাপড় ছিল না। উলঙ্গ অবস্থায় শুধু একটি গামছা মোড়ানো ছিল। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জানান, সম্ভবত দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, এলাকাবাসী কাছ থেকে সংবাদটি পেয়ে জিআরপি পুলিশকে জানাই। জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেকর জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য, একই কায়দায় গত ২২ সেপ্টেম্বর রাতে গফরগাঁও রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক এবং ২৫ সেপ্টেম্বর সকালে মশাখালী রেলস্টেশন এলাকায় এনামুল (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, ঘটনাগুলো হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত হওয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ