বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদকারীরা প্রতিকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াস নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সুসাশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, আইনজীবী আক্কাস সিকদার, সাংবাদিক শ্যামল সরকার, ঝালকাঠি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির ইসরাত সুলতানা নিশি। সমাবেশে বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি ঝালকাঠিতে স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নছিরিন আক্তার সারার ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীকে গ্রেপ্তারের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।