Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভারতে করোনার ঢেউ থামছে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১:০৫ পিএম

ভারতে করোনাভাইরাসের ঢেউ কোনো ক্রমেই থামছে না। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ হাজারের বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর শত শত মানুষ মৃত্যুবরণ করছে।

সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে আরও ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ।

শুক্রবার ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে ৭০ হাজার ৪৯৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে। এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৯৬৪ জনসহ মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

ভারতে বেশ কিছুদিন ধরে কভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমতির দিকে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী আছে ৯ লাখের কম। সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখের বেশি মানুষ।

রাজ্য হিসেবে মহারাষ্ট্র, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও গুজরাতে করোনার সংক্রমণ বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৩০ জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ