পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফেনসিডিলসহ পাথর বোঝাই ট্রাক ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এসব আটক করা হয়।
এসময় বাংলাদেশে ফেনসিডিল পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক জহুরুল মন্ডল (২৪) কে আটক করে বিজিবি। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ইটিন্ডা আখারপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারতীয় নাগরিক জহুরুল মন্ডল পাথর বোঝাই ট্রাক নিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে বিজিবি ওই ১০ চাকার ট্রাক থেকে ৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় ৪৬ টন পাথর ভর্তি ১০ চাকার একটি টাটা ট্রাক ও ভারতীয় নাগরিক জহুরুলকে আটক করে।
তিনি বলেন, আটক পাথর বোঝাই ভারতীয় ট্রাক, ফেনসিডিল ও ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।