Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্য়াতনের ঘটনায় গ্রেফতার ১০

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১:৫২ পিএম

বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মাইনুদ্দিন সাহেদ (৫১ কে বুধবার রাতে সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীকে নির্যাতন ও ভিডিও প্রকাশের ঘটনায় এ পর্য্যন্ত ১০জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পাঁচজন নির্যাতন ও ভিডিও ছড়ানো মামলায় এজাহারভুক্ত আসামি বাকি পাঁচজন এজাহারবর্হিভূত। তাদের গ্রেফতার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অব রশীদ চৌধুরী বলেন, বুধবার বিকালে কুমিল্লা জেলার দাউনকান্দিতে র‌্যাবের হাতে গ্রেফতার হন ওই মামলার আসামি ও দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালাম। রাতেই তাােক বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ