Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের মালামাল চুরির সময় গ্রেফতার ১০

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর নির্মাণাধীন লাইনের ৬ লাখ টাকার মালামাল চুরি করার সময় ১০ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত বুধবার দাউদকান্দি মডেল থানায় মামলা ধায়েরের পর তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুরে মোঃ রাব্বানি, বগুরা জেলার কাহালু উপজেলার আনোয়ারুল, মোঃ হারুন, সুলতান আহমেদ, মোঃ জুয়েল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোঃ কোরবান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মোঃ আলম, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মোঃ গাফফার এবং ট্রাকের চালক জজ মিয়া ও হেলপার আবুল হোসেন। জানা যায়, তিতাস পাওয়ার গ্রীড থেকে দাউদকান্দি ও গজারিয়া উপজেলার বিভিন্ন উপকেন্দ্রে বিদ্যুৎ বিতরণের জন্য ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলছে। আন্তঃজেলা চোরাই চক্রের সদস্যরা গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হাসানপুর কলেজের পূর্ব পার্শ্বে নির্মাণাধীন এ লাইনের সাত স্পেন এ্যালুমিয়াম তার প্রায় ৩০ বান্ডেল কেটে ট্রাকে তোলে। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ কাটা তার ট্রাকে তুলতে দেখে প্রথমে লাইন নির্মাণ শ্রমিক মনে করে। পরে সন্দেহ হলে পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে রাতেই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম (প্রশাসন) বেল্লাল আহম্মেদ ঘটনাস্থলে এলে আন্তঃজেলা চোরাই চক্রের সদস্যরা ট্রাকের মধ্যে রাখা মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ট্রাকের চালক ও হেলপারসহ দশজনকে আটক করে। পুলিশ ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ওপর কাঠের গুড়ার বস্তার নিচ থেকে ৩০ বান্ডেল তার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম প্রশাসন বেল্লাল আহম্মেদ বলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পক্ষ থেকে আমি নিজে বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জিএম রফিকুল ইসলাম বলেন, একটি চক্র দীর্ঘদিন যাবৎ এসব তার ও ট্রান্সফরমার চুরি করে আসছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। তারা আবার মাঠে নেমেছে তাই পুলিশের পাশাপাশি এলাকার সাধারণ জনগণকেও এদের ব্যাপারে সজাগ থাকার অনুরোধ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের মালামাল চুরির সময় গ্রেফতার ১০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ