Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোরাই ১৫৫ বস্তা রেজিন উদ্ধার : গ্রেফতার ১০

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

চীন থেকে আমদানিকৃত ১৫৫ বস্তা চোরাই রেজিনসহ চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (রোববার) নগরীর খাতুনগঞ্জের জননী পোল্ট্রি ফিড নামে একটি দোকান থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। নগরীর পতেঙ্গার একটি বেসরকারি কন্টেইনার টার্মিনাল থেকে কাভার্ড ভ্যানযোগে নেয়ার পথে শনিবার এসব মালামাল চুরি হয়। দুই কাভার্ড ভ্যান চালককে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যমতে আরও আটজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, তারা আন্তঃজেলা কাভার্ড ভ্যান চোরচক্রের সদস্য।
গ্রেফতার ১০ জন হলো- মো. সালাউদ্দিন (২২), আব্দুল মান্নান (৩৪), মো. রাশেদ (৩৬), মো. সেন্টু হাওলাদার, মো. নজরুল ইসলাম (২৯), মো. আবু সুফিয়ান ওরফে রুবেল (২৬), মোঃ ফারুক (৩৫), মোঃ আলমগীর ওরফে লিটন (৩৫), পংকজ দাশ (৫১), মোঃ হোসেন (২৬) ও সজল দেব (৪১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজিন উদ্ধার : গ্রেফতার ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ