Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দুরকানীতে দুর্বৃত্তের আগুনে বসত ঘর পুড়ে ছাঁই

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৩:৪২ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ি গ্রামের আবু বকর সিকদারের বসত ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ করা হয়েছে। এসময় কাঠ ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। তবে ঘরটিতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ভাবে জানা যায়, আবু বকর সিকদারের ঘরটিতে দীর্ঘ দিন ধরে কেউ থাকে না। তারা মাঝে মাঝে বাড়িতে আসেন। আবু বকর সিকদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে বলে আমার ধারনা। ঘর পুড়ে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখন বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা প্রকৃত রহশ্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ