বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা বিবাদের মীমাংসা করতে গিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে। নিহত রাজমিস্ত্রি ছমির মিয়া (৪৫) স্থানীয় আহমদপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মোরারবাজারের চা-দোকানি আহমদপুর গ্রামের মছব্বির আলীর পাওনা টাকা নিয়ে একই গ্রামের পারভেজের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষে মারামারি সৃষ্টি হয়।
এসময় পারভেজের মামা (ফুফা) নিহত ছমির মিয়া উপস্থিত হয়ে মধ্যস্থতা করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।