Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল মঙ্গলবার তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌমিত্র কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। দু’দিন ধরে তার জ্বর। তাই করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৮৫ বছর বয়সী এই কিংবদন্তিকে গতকাল সকাল ১১টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌমিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। পাশাপাশি তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন। তার শ্বাসকষ্টের সমস্যাটাও চিকিৎসকদের ভাবাচ্ছে।

জানা যায়, করোনা পরিস্থিতির মধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুদিন আগে ‘অভিযান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। তার নিজের জীবনের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই শুটিংয়ে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন বলে অনেকের ধারণা। টলিপাড়ার অনেকে তার আরোগ্য কামনা করেছেন।
এর আগে টলিউডে করোনা আক্রান্ত হন অভিনেতা রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক, মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার স্বামী নিসপাল রানে ও পরিচালক রাজ চক্রবর্তী। তারা সবাই এখন করোনাজয়ী। সূত্র : হিন্দুস্থান টাইমস/এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ