Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় ফুট দূরত্বও নিরাপদ নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় এটি সবাই জানেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনা সংক্রমণের বিষয়ে অসংখ্যবার লোকদের সতর্ক করেছে। করোনাভাইরাস থেকে রক্ষায় কি কি ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছে। কতটুকু দূরত্ব বজায় রাখলে সংক্রমণের ভয় নেই- সে তথ্য ডবিøউএইচও প্রচার করেছে।

এবার দূরত্ব নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা একজনের থেকে অপরজনের ছয় ফুট দূরত্ব করোনায় নিরাপদ-এমন তথ্য নাকচ করে দিয়েছেন। গবেষকরা ছয় ফুটের চেয়ে বেশি দূরত্বে ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। এছাড়া ড্রপলেটসগুলো মিনিট থেকে শুরু করে ঘণ্টা পর্যন্ত বাতাসে থাকতে পারে।

গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এ নিয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সিডিসির নির্দেশিকায় বলা হয়েছে, বদ্ধ জায়গায় ভারী শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো কাজ যেমন- গান গাওয়া, শরীর চর্চা ইত্যাদি করোনাভাইরাস বহনকারী কণা তৈরি করতে পারে।
গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত ব্যক্তি থেকে ছয় ফুট দূরে থেকেও ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা ঘটছে। ভাইরাসের অ্যারাসেল বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। বদ্ধ জায়গায় এটি দুই মিটারের বেশি দূরে ছড়াতে পারে।

মার্কিন গবেষকরা বলছেন, দীর্ঘ সময় বদ্ধ জায়গায় করোনা রোগীর সঙ্গে কম দূরত্ব বজায় রাখলে বাতাসের মাধ্যমে করোনা ছড়াতে পারে। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ছয় ফুটের বেশি দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং বারবার হাত ধোয়ার বিষয়ে সচেতন করেছে সিডিসি। সূত্র : ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ