Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের নকলা পৌর মেয়রকে হত্যা চেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১:৪২ পিএম

শেরপুরের নকলা পৌরসভার বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে হত্যা চেষ্টার মামলায় ৫ বছরের সজিাপ্রাপ্ত ১১ বছরের পলাতক আসামী শিবলুকে ময়মনসিংহ পুলিশ লাইন এলাকা থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ২০০৪ সালে নকলা উপজেলার চরমধুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শিবলু নকলা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান লিটনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে নকলা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাশেষে তিনি প্রাণে বেচেঁ যান এবং সুস্থ হন। এ নারকীয় ঘটনায় মামলা হলে দীর্ঘ আইনী লড়াইশেষে ২০০৯ সালে আদালত শিবলুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পর থেকেই শিবলু পালিয়ে যায়।
দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে নকলা থানা পুলিশ ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা থেকে গ্রেফতার করে। বিষয়টি নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ওই রাতে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ