Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাইডেনের সঙ্গে বিতর্ক এড়ানো ও ভোটারদের সহানুভূতির জন্য করোনায় আক্রান্তের নাটক করছেন ট্রাম্প!’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৩:৫৫ এএম

বাইডেনের সঙ্গে বিতর্ক এড়ানো ও ভোটারদের সহানুভূতির জন্য করোনায় আক্রান্তের নাটক করছেন ট্রাম্প! ফিলিস্তিনের সরকারি দৈনিক আল-হায়াত আল-জাদিদার সম্পাদকীয়তে এমনটাই দাবি করা হয়েছে। ‘ট্রাম্পের করোনা- মিথ্যা দাবি ও প্রত্যাশা’ শীর্ষক সম্পাদকীয়টি রোববার প্রথম পৃষ্ঠায় ছাপানো হয়েছে। -জেরুজালেম পোস্ট
সম্পাদকীয়তে বলা হয়েছে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে বিতর্কের অল্প কয়েক দিনের মধ্যেই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। ট্রাম্প ওই বিতর্কে একের পর এক বাইডেনকে টিপ্পনী কেটেছেন। সেই বিতর্ক ছিলো ট্রাম্পের ইতিহাসে সবচেয়ে জঘন্য। সে কারণে ভবিষ্যতে আর বাইডেনের সঙ্গে যেন বিতর্কে অংশ নিতে না হয়, সেজন্য অসুস্থ হওয়ার নাটক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের বরাদ দিয়ে একই পাতায় আরেক প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ