Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে অবৈধ বালু উত্তোলন থানায় মামলা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ঊমি) ফারিহা তানজিন জানান, সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে দক্ষিণ পশ্চিমপাড়া নামক এলাকার ওই পুকুর থেকে বালু উত্তোলন করে আসছে স্থানীয় সুলতান হাওলাদার, ইসমত হাওলাদার ও সুলতান ফকির। নিষেধাজ্ঞা অমান্য করায় বাটজোর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে বাঁধা দেন।
ভূমি কর্মকর্তার বাঁধা উপেক্ষা করে ড্রেজার বন্ধ না করেই ঘটনাস্থল থেকে সটকে পরে বালু উত্তোলনকারীরা। এ প্রেক্ষিতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতার ও সবধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বালু-উত্তোলন

২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ