বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে তিন বছরের শিশু পুত্রের সামনে মায়ের পায়ের রগ কাটার ঘটনায় ঘটেছে। আহত গৃহবধূ হ্যাপীর পিতা আ. রাজ্জাক হাওলাদার ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হচ্ছে- গৃহবধূর স্বামী রাসেল, শ্বশুর হাসান বালী, শাশুড়ি খাদিজা বেগম ও চাচাতো দেবর জসিম। মামলা দায়েরের পরে ওই দিন গভীর রাতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আসামি জসিমকে পুলিশ গ্রেফতার করলেও হ্যাপীর স্বামী রাসেল পলাতক। গত শনিবার অসুস্থ হ্যাপী তিন বছরের শিশু সন্তান রাতুলকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। পথে সকাল সাড়ে ৯টার দিকে বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিকশার গতিরোধ করে তার স্বামী রাসেল ও শ্বশুর হাসান বালী। তারা তিন বছরের শিশু পুত্র রাতুলের চোখের সামনে হ্যাপীকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে শ্বশুর হাসান বালী হ্যাপীকে জাপটে ধরে রাখে এবং স্বামী রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
এসময় হ্যাপী ও তার শিশু পুত্রের আর্তচিৎকারে পথচারীরা জড়ো হয়। এসময় তারা রাতুলকে ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হ্যাপীকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে হ্যাপীর পায়ে অস্ত্রোপচার করা হয়।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে একই এলাকার আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে হ্যাপীর ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রিমি ও রাতুল নামে দু’টি সন্তান রয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।