Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এবার ৫ সন্তানের জননীকে ধর্ষণ : গ্রেফতার ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৫:০৯ পিএম

সিলেটে এবার ৫ সন্তানের জননীকে ধর্ষণ করছে দূর্বৃত্তরা। ঘরে ঢুকে ধর্ষণ করেছে গৃহবধূকে। নগরীর শামীমাবাদ এলাকার ৪ নম্বর রোডের এক বাসায় হয়েছে এ ধর্ষণ ঘটনা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী।
                          

গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে। ঘটনার পর ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনার খবর পেয়ে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে প্রধান অভিযুক্ত দিলওয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে করেছে গ্রেপ্তার।  এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে মেট্রোপলিটন পুলিশের  কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ । লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল জানান, অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ