Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ধর্ষণ চরম আকার ধারণ করেছে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে হত্যা ধর্ষণ চরম আকার ধারণ করেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। সম্মান ও ইজ্জতের নিরাপত্ত নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নামধারী নেতারা ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতাদের দ্বারা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণসহ বিভিন্ন জায়গায় নারীদের উপর পৌশাচিক নির্যাতনের ঘটনা অব্যাহত আছে। এহেন অপকর্মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

গতকাল বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীল মাওলানা সাখাওয়াত হোসাইনের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আবদুল জলিল, হাফেজ মাওলানা নোমান মাযহারী, মুক্তিযোদ্ধা মো. ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।

বৈঠকে সম্প্রতি ভারতের হাইকোর্টে বাবরি মসজিদ মামলার আসামী আদভানীসহ সকলকে বেকসুর খালাস দেয়ার রায়ের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলা হয়, বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় মূল উস্কানীদাতা লাল কৃষ্ণ আদভানীসহ সকল আসামীকে খালাস দিয়ে দেয়া রায় ন্যায় বিচারের পরিপন্থী। এ রায় প্রমাণ করে ভারতে আইনের শাসন নেই। ভারতে সংখ্যালঘু মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ