Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহতের স্বামী কিতাব আলী (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমা বেগম জানান, গত শনিবার রাত ১২টায় মোতালী নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের দরজায় এসে ডাক দেয়। পরে কিতাব আলী দরজা খুললে কিছু বোঝার আগেই তাকে গলা চেপে ধরে। এ সময় মা সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল গ্রামের বরকত আলী ও কিতাব আলীর এই দুই পরিবারে মধ্যে বহুদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ ছিল। এরই বিরোধ ধরে তাদের মধ্যে দেনদরবার হতো। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ