Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যুতে শীর্ষে ভারত, ভুটানে শূন্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১০:৫৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর দিকে দিয়ে বিশ্বে দ্বিতীয় ভারত আর এশিয়ায় প্রথম। এই ভাইরাসে ভারতের অর্থনীতি অবস্থা খুবই নাজুক। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যসেবা।

হিমালয় দুহিতা ভুটানে কোন মৃত্যু নেই। ৭ লাখ ৭৩ হাজার ৭৪২ জন অধ্যুষিত এই দেশটি দক্ষিণ এশিয়ায় এক অনন্য নজির স্থাপন করেছে। করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮২ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ২২৫ জন। ৫৭ জন রোগী এখন চিকিৎসাধীন। লকডাউন নীতিমালা কড়াকড়িভাবে মেনে চলায় মৃত্যু ঠেকাতে পেরেছে এমনটাই বলা হচ্ছে। সার্কভুক্ত অন্য দেশগুলোতে এখনও মৃত্যু হানা দিচ্ছে প্রতি মুহূর্তে। ১৭০ কোটি মানুষের বাস এই দক্ষিণ এশিয়ায়।

বিশ্বের মোট জনগোষ্ঠীর এক চতুর্থাংশেরও বেশি। এই অঞ্চলে মৃত্যু ও সংক্রমণের দিক থেকে ভারত এগিয়ে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে মারা গেছেন ১ লাখ ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন। এখন পর্যন্ত মৃত্যুর কাফেলায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ লাখ ১২ হাজার মানুষ মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার মানুষের। ভারতে গড়ে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন।

ভারতের পর রয়েছে পাকিস্তান। যদিও কয়েক মাস যাবৎ মৃত্যুর তথ্য নিয়ন্ত্রিত। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৬ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৮০ জন। সর্বশেষ একদিনে ৫৪ জনের মৃত্যুর খবর দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এখানে সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই উঠানামা করছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। মারা গেছেন নতুন করে ২০ জনসহ পাঁচ হাজার ৩২৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত ৮ই মার্চ দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। মৃত্যুর দিক থেকে আফগানিস্তান চতুর্থ। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৪৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৯৭ জন। স্বাস্থ্য দপ্তর বলেছে, করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। একদিনে ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। নেপালের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। গত দুই সপ্তাহে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এ পর্যন্ত ৮২ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫২৮ জন। মালদ্বীপে মারা গেছেন ৩৪ জন। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৯৮ জন। গত একদিনে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। শ্রীলংকায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ