Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদে আছে পারমাণবিক ও কৌশলগত সামর্থ্য : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:২৭ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে তার দেশের পারমাণবিক ও কৌশলগত সামর্থ্য নিরাপদে রয়েছে এবং দেশটি তার সুরক্ষায় কৌশলগত সামর্থ্য আরো জোরদার করা অব্যাহত রাখবে। তিনি স্পেস অ্যান্ড আপার এটমোসফিয়ার রিসার্স কমিশনে (সুপারকো) স্যাটেলাইট গ্রাউড স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন। সুপারকো হচ্ছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা। সেখানে প্রধানমন্ত্রীকে সংস্থার কাজ এবং দেশের জাতীয় নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান সম্পর্কে ব্রিফ করা হয়। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌত্বের নিরাপত্তায় কৌশলগত সামর্থ্য আরো জোরদার করার জন্য হাতে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে। তিনি বলেন, একটি ব্যাপকভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় পাকিস্তানের পারমাণবিক ও কৌশলগত সামর্থ্য নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। পাকিস্তানের বর্তমানে চারটি রিমোট সেন্সিং ও যোগাযোগ স্যাটেলাইট রযেছে: দুটি গ্রাউন্ড স্টেশন ও দুটি কক্ষপথে। চীনের সহযোগিতায় ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তান দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠায়।গত মে মাসে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী আরব নিউজকে বলেছিলেন যে ২০২২ সালের মধ্য পাকিস্তানের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে সুপারকো ও একটি চীনা কোম্পানির মধ্যে চুক্তি সই হয়েছে। আরব নিউজ, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারমাণবিক-কৌশলগত-সামর্থ্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ