Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু জবাই নিষিদ্ধ হচ্ছে শ্রীলংকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম


শ্রীলংকা সরকার মঙ্গলবার জানিয়েছে যে, দেশে শিগগিরই গরু জবাই নিষিদ্ধ হতে যাচ্ছে। ক্ষমতাসীন দলের মধ্যে বৌদ্ধদের প্রভাব ক্রমেই বাড়ছে এবং এই পদক্ষেপকে তাদের তুষ্ট করার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সরকার জানিয়েছে, চাষাবাদে অক্ষম বয়স্ক গবাদিপশুর ব্যাপারে প্রকল্প চূড়ান্ত করার পরেই এই নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিবেশী ভারতে হিন্দু জাতীয়তাবাদী সরকার গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের পর রাস্তা ঘাটে বয়স্ক গরুর চড়ে বেড়ানোর মাত্রা বেড়ে গেছে, যাদের কারণে এমনকি রাস্তাঘাটে ট্রাফিক জ্যামেরও সৃষ্টি হচ্ছে। সা¤প্রতিক বছরগুলোতে শ্রীলংকায় গরুর গোশত খাওয়ার মাত্রা কমে গেছে। বৌদ্ধ ও হিন্দুরা ধর্মীয় কারণে গরুর গোশত এড়িয়ে চলে। সা¤প্রতিক বছরগুলোতে এই শিল্পটি সঙ্কুচিত হয়ে এসেছে। গত বছর গরুর গোশত বেচাকেনা হয়েছে মাত্র ২৯,৮৭০ টন, যেখানে এক দশক আগেও এই পরিমাণ ছিল ৩৮,৭০০ টন। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ