Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশ তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তর দাবী জানিয়েছে সিলেট নাগরিক বৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৭:৪৫ পিএম

এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ। বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এড. আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচী সভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পাটির্ (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ,বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভুমি সন্তান এর আশরাফুল ইসলাম, গণজাগরণ এর দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এড দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এড. রণেন সরকার রণি, এড.উজ্জল রায় প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজ হোস্টেলে বালিকা বধূ ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষনিকভাবে গ্রেফতার করতে স্হানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে। বক্তারা, সুষ্টু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। বক্তারা, এমসি কলেজের দখলকৃত সকল ভুমি উদ্ধারের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত কমিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ