Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সোনালী ব্যাংক-জেনেক্স ইনফোসিসের চুক্তি, বাড়বে মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৭:০২ পিএম

দেশের বৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পরিষদ। সারা দেশে অনলাইন টিউশন ফি প্রদান পদ্ধতি বাস্তবায়নের জন্য করা চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের প্রতি বছর ৩ থেকে ৫ কোটি টাকা মুনাফা হবে।

জেনেক্স ইনফোসিস কোম্পানির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিদ্যালয়ের টিউশন ফি পরিষেবা পরিচালনার জন্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য এটি একটি কৌশলগত ব্যবসায় চুক্তি।

এটি বাস্তবায়নের ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি সুবিধা তৈরি করবে এবং তাদের দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনবে। ৬৪টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ