Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জেএমবির সক্রিয় তিন সদস্য গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৬:২১ পিএম

রাজশাহীতে আলাদা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আবদুল হান্নান (৩৯), শহিদুল ইসলামকে (৩১) ও জিয়াউর রহমানকে (৪০) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দুইজন ও পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ জানায়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও শহিদুল ইসলামকে (৩১) এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়।
জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। এ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ