Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নারী শ্রমিককে গনধর্ষনের ঘটনায় গ্রেফতার ৩

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৩:৫৯ পিএম

ঢাকার সাভারে এক নারী শ্রমিককে গনধর্ষনের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার ভোর রাতে পৌর এলাকার মুক্তিরমোড় মহল্লার একটি কলোনীতে এ ধর্ষনের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সাভার মডেল থানায় ৬জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন ২৫বছর বয়সী ওই নারী শ্রমিক। সে সিংগাইর এলাকার একটি ফার্নিচার কারখানার শ্রমিক।

বৃহস্পতিবার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নওগাঁ জেলার পতœীতলা থানার ডাংগা গ্রামের মৃত মিরাজ মন্ডলের ছেলে মহিদুল ইসলাম, একই জেলার মহাদবেপুর থানার কাটাবাড়ি এলাকার আতোয়ারের ছেলে তরিকুল ইসলাম ও দিনাজপুর জেলার বেচাগঞ্জ থানার শুকদেবপুর এলাকার সোলমান আলীর ছেলে মোজাহারুল। তারা সকলেই রিকসা চালক।
পলাতক মামলার অন্য আসামীরা হলো নওগাঁ জেলার বাদলগাছি থানার বাসুদেব, মুক্তার ও আলম।

পুলিশ জানায়, র্দীঘদনি ধরে মহিদুল ওই নারীকে বিভিন্নি ধরনরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নি সময়ে ভয় ও হুমকীও দিতো। বুধবার ভোর রাতে ৩টার দিকে আসামীরা জোরর্প‚বক ওই নারীর কক্ষে প্রবেশ করে পালাক্রমে গনর্ধষন করে পালিয়ে যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গণধর্ষনের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ