Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকবরের চিকিৎসা ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিখ্যত সঙ্গীতশিল্পী আকবর দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আজীবন ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আকবর সারাজীবন এই হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। আকবর জানান, আমার স্যার (হানিফ সংকেত) প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উনি আমার অবস্থা স¤পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী স্যারের কথা শুনেছেন। তিনি আমার জন্য আরও দুই লাখ টাকার চেক বরাদ্দ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আজীবন ফ্রি করে দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী আমাকে ২ লাখসহ ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। আমি আমার স্যার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজীবন কৃতজ্ঞ। আকবর জানান, এছাড়া প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই আমাকে বেশ সহযোগিতা করছেন। যখন যা লাগে তা তিনি পাঠিয়ে দিচ্ছেন। তার আগ্রহেই চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করেছি। উল্লেখ্য, আকবর ডায়াবেটিস ও কিডনিরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। গত ঈদের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় আসেন। তিনি এখন মিরপুর ১৩ নম্বরে বাসাতে অবস্থান করছেন। উল্লেখ্য, ইত্যাদির মঞ্চে গান গেয়ে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেন আকবর। রিকশাচালক থেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠান পান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুদান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ