Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় স্থানীয় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২:০৪ পিএম

মাগুরায় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। মঙ্গলবার সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র, মাগুরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, এড, মোথলেসুর রহমান, রূপক আইস, ইলিয়াস মিথুন,আরাফাত হোসেন, শরীফ তেহরান টুটুল,বক্তব্য রাখেন। সভায় জেলার কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান তার বক্তব্যে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরে আইন শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম জেলায় করোনা ভাইরাস প্রতিরেধে মাগুরা পুলিশের মানবিক কর্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।সাংবাদিকরা তাদের বক্তব্যে মাগুরার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ